জেলা খাদ্য নিয়ন্ত্রক, নোয়াখালীর অধীনে ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছর অথবা চুক্তির তারিখ হতে পরবর্তী ০২(দুই) বছরের জন্য নোয়াখালী জেলার খাদ্য বিভাগীয় এক গুদাম/কেন্দ্র হতে অন্য গুদাম/কেন্দ্রে খাদ্য শস্য/খাদ্য দ্রব্য/ভোজ্য তৈল/খালিবস্থা/ত্রাণ সামগ্রী এবং অন্যান্য সামগ্রী পরিবহণের নিমিত্ত অভ্যন্তরীণ নৌ-পরিবহণ ঠিকাদার (আইবিসিসি) ও অভ্যন্তরীণ সড়ক পরিবহণ ঠিকাদার (আইআরটিসি) নিয়োগের লক্ষো আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠান/ব্যবসায়ী/ঠিকাদারগণের নিকট হতে দরপত্রে বর্ণিত শর্তসাপেক্ষে দরপত্র আহবান করা যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস